হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, বাস চলাচল শুরু

সংগৃহীত ছবি

হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, বাস চলাচল শুরু

অনলাইন ডেস্ক

প্রশাসনের আশ্বাসে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছেন পরিবহন মালিক-শ্রমিকরা। এর ফলে সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা থেকেই বাস চলাচল শুরু হয়েছে।

হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারন সম্পাদক শঙ্খ শুভ্র রায় এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শুক্রবার (১৮ নভেম্বর) থেকে সরকারি বাসস্ট্যান্ডে বাস যেতে প্রশাসনের বাধা ও অবৈধ সিএনজি অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে অর্নিদিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

তিনদিন ধর্মঘটের পর সোমবার বিকেলে জেলা প্রশাসক ইশরাত জাহানের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকদের একটি বৈঠক হয়। বৈঠকে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করেন মালিক-শ্রমিকরা।

এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, বৈঠকে মহাসড়কে অবৈধ যানবাহনের বিরেুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে এবং নবীগঞ্জের সালামতপুর বাসস্ট্যান্ডের ঘটনায় ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

ফলে জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।  

উল্লেখ্য, গত শুক্রবার থেকে পরিবহন ধর্মঘট পালন করে আসছিল শ্রমিক-মালিকরা। এতে হবিগঞ্জে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়।

news24bd.tv/হারুন