জঙ্গি ছিনতাইকারীদের নাম পাওয়া গেছে, শিগগিরই গ্রেপ্তার: সিসিটিসি

জঙ্গি ছিনতাইকারীদের নাম পাওয়া গেছে, শিগগিরই গ্রেপ্তার: সিসিটিসি

নিজস্ব প্রতিবেদক

জঙ্গি ছিনতাইয়ে নেতৃত্ব দানকারী ও তাদের সহযোগীদের নাম পাওয়া গেছে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান।

সোমবার (২১ নভেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি আরও বলেন, জঙ্গিদের পরিকল্পনা কিভাবে হয়েছে ও অপারেশনে কারা ছিলো গোয়েন্দা তথ্যে জানা গেছে। এখন তাদের গ্রেফতারের করার কাজ চলছে। ওখানে থাকা চারজনের দুইজনকে নিতে পেরেছে।

সিটিটিসি প্রধান বলেন, আদালত থেকে একসাথে সবাই নামলে অন্য জঙ্গিদেরও হয়তো নেয়া হতো। এছাড়া আরও বড় কোনো পরিকল্পনা হয়তো ছিলো। রেড অ্যালার্ট না, সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

আসাদুজ্জামান বলেন, অপারেশনের যিনি নেতৃত্ব দিয়েছেন তদন্তের জন্য তার নাম প্রকাশ করা হচ্ছে না।

অপারেশনে অংশ নেয়া ১০ থেকে ১২ জন আনসার আল ইসলামের সদস্য বলেও জানান এই কর্মকর্তা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক