নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার। সে হিসেবে প্রণোদনা ও সুবিধা দেওয়ার পরও রেমিট্যান্সে ইতিবাচক প্রভাব পড়েনি বলছেন বিশেষজ্ঞরা।
হিসেব বলছে, চলতি মাসের রেমিট্যান্স ২০২১-২২ অর্থবছরের নভেম্বর মাসের চেয়ে বেশি এবং ২০২০-২১ অর্থবছরের নভেম্বরের তুলনায় কম।
রোববার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
তথ্য বলছে, চলতি মাসের প্রথম ১৮ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৮ কোটি ৮২ লাখ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৮৪ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার।
এদিকে বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকের মাধ্যমে চলতি মাসে সবথেকে বেশি রেমিট্যান্স এসেছে। ব্যাংকটিতে প্রথম ১৮ দিনে ২৭ কোটি ২২ লাখ ডলার এসেছে। এরপর অগ্রণী ব্যাংকে এসেছে ৭ কোটি ৩৬ লাখ, ডাচ–বাংলা ব্যাংকে এসেছে ৬ কোটি ৬৪ লাখ, সোনালী ব্যাংকে এসেছে ৬ কোটি ৪২ লাখ এবং আল আরাফা ইসলামী ব্যাংকে এসেছে ৫ কোটি ডলার প্রবাসী আয়।
news24bd.tv/FA