লোহার পোশাক পরে আছি: রোনালদো

লোহার পোশাক পরে আছি: রোনালদো

অনলাইন ডেস্ক

সমালোচনা খুব একটা গায়ে মাখান না ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারজুড়ে অনেকবারই এই দৃষ্টান্ত দেখিয়েছেন তিনি। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম ব্যক্তিত্ব পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে একাধিক ‘বোমা ফাটান’ তিনি। দলের কোচ থেকে শুরু থেকে ক্লাব কর্তাদের পর্যন্ত ধুয়ে দেন তিনি।

তার সেই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর থেকেই চলছে তুমুল আলোচনা-সমালোচনা। যার মধ্যে সমালোচনার সংখ্যাটাই বেশি।

তবে প্রতিবারের মতো এবারও নিজের চেনা সেই ব্যক্তিত্ব উপস্থাপন করলেন রোনালদো। আজ পর্তুগাল অধিনায়ক সংবাদ সম্মেলনে জানান, যেকোনো ধরনের আক্রমণের মুখে বুক চিতিয়ে দাঁড়ানোর সামর্থ্য আছে তার।

তিনি বলেন, ‘আমি যখন চাই, তখনই কথা বলি। আমি বুলেটপ্রুফ, লোহার পোশাক পরে আছি। ’

বিশ্বকাপের আগমুহূর্তে দেওয়া বিতর্কিত সাক্ষাৎকার নিয়েও সোজাসাপটা উত্তর তার, ‘টাইমিং তো টাইমিংই। আমি কোন সময়টা বেছে নেব, এটা আপনাদের (সাংবাদিকদের) দিক থেকে ভাবাটা সহজ। আপনারা কখনো সত্য লেখেন, কখনো মিথ্যা লেখেন। অন্যরা আমাকে নিয়ে কী ভাবে, এ নিয়ে আমি দুশ্চিন্তা করি না। আমি যখন চাই, কথা বলি। সবাই জানে আমি কে, কী বিশ্বাস করি। ’

এদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ঝামেলা করায় ক্লাবটিতে খেলা স্বদেশী ফুটবলার ব্রুনো ফার্নান্দেজের সঙ্গে দূরত্ব বেড়েছে রোনালদোর। এমন খবর চাউর হয় পর্তুগাল দল কাতারের উদ্দেশে রওনা দেওয়ার আগের রোনালদো-ব্রুনোর মধ্যকার একটি ভিডিও ক্লিপ দেখে। তবে রোনালদো বলছেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে এ ধরনের বিতর্ক সব সময়ই হয়। কিন্তু ব্রুনোর সঙ্গে আমার সম্পর্ক খুবই চমৎকার। আসলে ক্রিস্টিয়ানোর চারপাশে থাকা সবকিছু নিয়েই বিতর্ক তৈরি হয়। কিন্তু আমি বলছি, দলের সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক। ’

news24bd.tv/সাব্বির