ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫৬

সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫৬

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিকম্পে নিহত বেড়ে ৫৬ ও ৩০০ জনের বেশি আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২১ নভেম্বর) বেলা ১টা ২০ মিনিটের দিকে ৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে জাভা দ্বীপ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এদিন দুপুরে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে জাভা দ্বীপ। এ ঘটনায় ভেঙে গেছে প্রদেশের শত শত বাড়িঘর।

ভূমিকম্পের কেন্দ্র ছিলো পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহর।

দেশটির আবহাওয়া অফিসের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির আঘাতে ক্ষয়ক্ষতি ব্যাপক হলেও আপাতত সুনামির কোনও আশঙ্কা নেই। তবে ভূমিকম্প পরবর্তী আফটারশক অনুভূত হতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে সংস্থাটি।

সিয়াঞ্জুর থেকে ১০০ কিমি দূরে রাজধানী জাকার্তায়ও ভূকম্পন অনুভূত হয়েছে।

সেসময় রাজধানীর উঁচু ভবনগুলো থেকে আতঙ্কে মানুষজন ছুটে বাইরে বেরিয়ে আসে। ভূমিকম্পের পর ছোটো ছোটো একাধিক ভূকম্পন হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির আবহাওয়াবিদরা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক