ভার্জিনিয়ার ওয়ালমার্ট স্টোরে বন্দুকধারীর গুলি, নিহত ১০

ছবি: এপি

ভার্জিনিয়ার ওয়ালমার্ট স্টোরে বন্দুকধারীর গুলি, নিহত ১০

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের চেসাপিক শহরের মার্কিন বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের একটি স্টোরে এলোপাথাড়ি গুলি চালিয়েছে এক বন্দুকধারী। মঙ্গলবার (২২ নভেম্বর) রাতের এ ঘটনায় বন্দুকধারীসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। খবর বিবিসির।

প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, ওয়ালমার্টের স্টোরে ম্যানেজার পদে কাজ করা এক ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালায়।

এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। পরে নিজের দিকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি।

চেসপেক শহরের পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টা ১২মিনিটে এ ঘটনা ঘটে। তবে কি কারণে বন্দুকধারী এমনটা করেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ঘটনাস্থলের কয়েকটি ছবি প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যায়, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

চেসাপিক শহরের মুখপাত্র লিও কোসিনস্কি বলেন, ‘দোকানের ভেতর থেকেই গুলি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি একাই এই কাজ করেছেন। ’

এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ওয়ালমার্ট কর্তৃপক্ষ। তারা বলছে, এমন ঘটনায় আমরা হতবাক। আইন প্রয়োগকারী সংস্থা সমস্ত তথ্য দিয়ে সহায়তা করা হবে।

এই ঘটনার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। সেখানে ওয়ালমার্টের ইউনিফর্ম পরিহত এক প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ণনা দিচ্ছেন। প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি স্টাফ রুম থেকে বের হওয়ার পরই একজন ম্যানেজার সেখানে ঢুকে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে। দুঃখজনকভাবে আমরা আমাদের কয়েকজন সহকর্মীকে হারিয়েছি। ’ তার কতজন সহকর্মী গুলিবিদ্ধ হয়েছে তা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি তা জানি না। ’

ভার্জিনিয়া রাজ্যের সিনেটর লুইস লুকাস বলেন, ‘চেসাপিকের ওয়ালমার্টে সংঘটিত হওয়া একেবারে হৃদয়বিদারক। আমাদের দেশের এই সহিংসতার মহামারি আকার ধারণ করছে। এর সমাধান না পাওয়া পর্যন্ত আমি বিশ্রাম নেব না। ’

news24bd.tv/মামুন