দুদকের জিজ্ঞাসাবাদ শেষে যা জানালেন গ্রামীণ টেলিকম এমডি

ফাইল ছবি

দুদকের জিজ্ঞাসাবাদ শেষে যা জানালেন গ্রামীণ টেলিকম এমডি

নিজস্ব প্রতিবেদক

গ্রামীণ টেলিকমের দুর্নীতির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগতভাবে কোন সম্পৃক্ততা নেই বলে দাবি করছেন প্রতিষ্ঠানটির বর্তমান এমডি নাজমুল ইসলাম। দুদকের জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের বলেন, সকল সিদ্ধান্ত হয়েছে বোর্ডের মাধ্যমে, ব্যক্তিগতভাবে কোন কিছুর সাথে জড়িত নন ডক্টর ইউনুস।

বুধবার (২৩ নভেম্বর) গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ৪৫ কোটি টাকা আত্মসাৎ এবং প্রায় তিন হাজার কোটি টাকার মানিলন্ডারিং অভিযোগে এমডিসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। বাকি দুইজন হচ্ছে- পরিচালক আশরাফুল হাসান ও পারভীন।

জিজ্ঞাসাবাদ শেষে এমডি নাজমুল ইসলাম অনিয়মের কথা অস্বীকার করে বলেন, শ্রমিকদের অর্থ ছাড় করা হয়েছে নিয়ম মেনেই।

চলতি বছরের জুলাই মাসের শেষ দিকে দুদক এই অভিযোগটির অনুসন্ধান শুরু করে। এরইমধ্যে গ্রামীণ টেলিকম কোম্পানির কাছে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র চাওয়া হলে তারা সেগুলো দুদকে জমা দিয়েছে। এছাড়া এই অভিযোগে আইনজীবীসহ আরও একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি।

news24bd.tv/FA

সম্পর্কিত খবর