বিশ্বের সবচেয়ে দামি ওষুধের দাম প্রায় ৩৬ কোটি টাকা

সংগৃহীত ছবি

বিশ্বের সবচেয়ে দামি ওষুধের দাম প্রায় ৩৬ কোটি টাকা

অনলাইন ডেস্ক

বিশ্বের সবচেয়ে দামি ওষুধের অনুমোদন দেওয়া হয়েছে। হিমজেনিক্স নামে ওই ওষুধের প্রতি ডোজের দাম বাংলাদেশি মুদ্রায় ৩৫ কোটি ৭০ লাখ টাকারও বেশি। তবে রোগমুক্তির জন্য দরকার হবে মাত্র এক ডোজ। ওষুধটি তৈরি করেছে বায়োটেক কোম্পানি সিএসএল বেহরিং।

বুধবার (২৩ নভেম্বর) মার্কিন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, হিমোফিলিয়ায় আক্রান্ত রোগীদের জন্য ‘হিমজেনিক্স’ নামক নতুন এই ওষুধ। হিমোফিলিয়া মূলত রক্ত জমাট বাঁধায় সমস্যাজনিত একটি রোগ। এ ধরনের রোগীদের রক্ত সহজে জমাট বাঁধে না।

ফলে কোনো কারণে কেটে গেলে বা অস্ত্রোপচারের সময় রোগীদের শরীর থেকে রক্তপাত বন্ধ হতে চায় না।  

বায়োটেকনোলজিতে বিনিয়োগকারী ও লোনকার ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্র্যাড লোনকার বলেন, হিমজেনিক্সের দাম যদিও একটু বেশি। এটি সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম কারণ, বিদ্যমান ওষুধগুলোও অনেক ব্যয়বহুল। দ্বিতীয়ত, হিমোফিলিয়া রোগীরা ক্রমাগত রক্তপাতের ভয়ে থাকেন। তাই তাদের কাছে জিন থেরাপি আকর্ষণীয়ই হবে।

চলতি বছরের শুরুর দিকে থ্যালাসেমিয়ার চিকিৎসায় জিনটেগ্লো নামে একটি ওষুধ অনুমোদন পায়। এর দাম ধরা হয় ২৮ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ কোটি ৫৬ লাখ টাকা।