বর্তমানে দেশে স্বর্ণ ব্যবসার বিপ্লব ঘটেছে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন। বুধবার বিকালে বাজুস ঝিনাইদহ শাখার আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে আমাদের দেশে স্বর্ণ ব্যবসার বিপ্লব ঘটেছে, যা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। প্রান্তিক পর্যায়ের স্বর্ণ কারিগরদের উৎসাহিত করতে আমাদের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর মহোদয়ের বার্তা ও সার্বিক দিক-নির্দেশনা নিয়ে আমরা প্রতিটি জেলায় জেলায় মতবিনিময় সভা করে যাচ্ছি এবং সারা বিশ্বে এর বিপ্লব ঘটাতে চাই।
বাজুস ঝিনাইদহ শাখার সভাপতি পঞ্চরেশ চন্দ্র পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সহ-সম্পাদক লিটন হাওলাদার, কোষাধ্যক্ষ উত্তম বণিক, কার্যনির্বাহী সদস্য রিপনুল হাসান, সদস্য রকিবুল হাসান চৌধুরী।
পবিত্র কোরআন তেলওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন, ঝিনাইদহ জুয়েলার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাধন সরকার।
উল্লেখ্য, এ মতবিনিময় সভায় ঝিনাইদহ জেলার ৬ উপজেলার জুয়েলার্স এসোসিয়েশনের নেতারাও উপস্থিত ছিলেন।