বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী বারী সিদ্দিকীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০১৭ সালের ২৪ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি।
বারী সিদ্দিকী বেশি পরিচিত ছিলেন বংশীবাদক ও লোকসংগীতের অনন্য ধারক হিসেবে। সেইসাথে আধ্যাত্মিক ধারার গান পরিবেশনের মধ্য দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেন নেন তিনি।
বারী সিদ্দিকী ওস্তাদ গোপাল দত্ত, আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষসহ অসংখ্য গুণী শিল্পীর সান্নিধ্য লাভ করেন। ভারতে গানের তালিম নেওয়া এই শিল্পী বাঁশির ওপর উচ্চাঙ্গসংগীতে প্রশিক্ষণ নিয়েছিলেন।
বারীর প্রথম সঙ্গীতানুষ্ঠান ১৯৯৫ সালে কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘রঙের বাড়ই’ নামের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে।
news24bd.tv/FA