রাজপথে শক্তি প্রদর্শন করে নয়, ভোটে লড়তে হবে: সিইসি

ফাইল ছবি

রাজপথে শক্তি প্রদর্শন করে নয়, ভোটে লড়তে হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন, তাদের মধ্যে মতানৈক্য হলে কমিশন ভোটের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে এসব জানান সিইসি। তিনি বলেন, কমিশন রাজনীতিতে জড়াতে চায় না কিন্তু কমিশন রাজনৈতিক দলের কাছ থেকে ভোটের জন্য সহযোগিতা চায়। রাজপথে শক্তি প্রদর্শন করে গণতান্ত্রিক নির্বাচন হবে না, তাদেরকে ভোটে এসে লড়াই করতে হবে।

নেপালে অনুষ্ঠিত সিইসি সম্মেলনের বিষয়ে ব্রিফিংয়ে এসব বলেন সিইসি। তিনি আরও বলেন, রাজনৈতিক ভারসাম্য না থাকলে পুলিশ ও সেনাবাহিনীকে দিয়েও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।

news24bd.tv/FA