'বিনিময়' ব্যবহার করে ৮ দিনে কোটি টাকা আত্মসাৎ

সংগৃহীত ছবি

'বিনিময়' ব্যবহার করে ৮ দিনে কোটি টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি উদ্বোধনকৃত বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠিত 'বিনিময়' প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া এসব তথ্য জানান। তিনি বলেন, এই চক্রের ৩ সদস্যকে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। ডিজিটাল প্রতারণার মাধ্যমে চক্রটি অর্থ আত্মসাৎ করতো।

চক্রটি মাত্র ৮ দিনেই কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

এই চক্রে আরও ৩ সদস্য আছে জানিয়ে সিআইডি প্রধান বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিগত ভাবে আরও দক্ষ হতে হবে। পাশাপাশি গ্রাহকদেরও আরও সচেতন হওয়ার আহবান জানান সিআইডি প্রধান।

এদিকে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সাথে লিংকড দেশগুলোকে চিঠি দেয়া হয়েছে জানিয়ে সিআইডি প্রধান বলেন, ৩-৪টি দেশের রিপ্লাই এখনও পাওয়া যায়নি।

তাদের উত্তর পেলেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক