বুড়ো রোনালদোর শেষের শুরুটা রাঙাতে চায় পর্তুগাল

সংগৃহীত ছবি

বুড়ো রোনালদোর শেষের শুরুটা রাঙাতে চায় পর্তুগাল

অনলাইন ডেস্ক

এখনো ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন বল নিয়ে। অথচ বয়স ৩৭ পেরোতে চলেছে। সে কারণেই হয়তো পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ বলছেন অনেকেই। তবে এখনো প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়তে জানেন তিনি।

তাকে ঘিরেই তাই বিশ্বকাপে স্বপ্ন দেখছে পর্তুগিজ সমর্থকরা। ঘানার বিপক্ষে প্রথম ম্যাচে নামার আগে দলকে নিয়ে আত্মবিশ্বাসী কোচ ফার্নান্দো সান্তোসও। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১০টায় মাঠে গড়াবে ম্যাচটি।

ঘানার বিপক্ষে মাঠে নামার মধ্যে দিয়ে ক্যারিয়ারের শেষের শুরু করবেন রোনালদো।

আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর থেকে বেশি গোল নেই দ্বিতীয় কারো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১১৭ গোলের রেকর্ড তার। বিশ্বকাপেও রয়েছে তার ৭টি গোল। তাকে ঘিরেই পরিকল্পনার ছক কষবেন সান্তোস।

তবে অন্য সময়ের চেয়ে অনেকটাই পরিণত এখন পর্তুগাল। রোনালদো ছাড়াও এই দলে আছেন অভিজ্ঞ পেপে, তরুণ রুবেন ডিয়াস, ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্ডো সিলভা, হুয়াও ফেলিক্সদের মতো সেরামানের ফুটবলার। এ কারণেই রুবেন নেভেস বলতে দ্বিধা করেন না, ‘আমাদের দলে সবাই সমান। ’

এর আগেও ২০১৪ বিশ্বকাপে ঘানার বিপক্ষে খেলেছে পর্তুগাল। যেখানে ২-১ গোলে ঘানাকে হারিয়েছে তারা। সে ম্যাচে গোল পেয়েছিলেন দলের সেরা তারকা রোনালদো। এ ম্যাচেও তাই রোনালদোর থেকে গোল প্রত্যাশা করবেন পর্তুগাল সমর্থকরা।

পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘পর্তুগিজদের জন্য আমাদের সেরা খেলাটা খেলব। ওদের জন্য খেলাটাই সবার আগে গুরুত্ব পাবে। বাকিসব পরের ব্যাপার।

কাতার বিশ্বকাপ নিয়ে এখন পর্যন্ত মোট ৬ আসরে খেলেছে পর্তুগাল। যেখানে ঘানা খেলবে তাদের চতুর্থ বিশ্বকাপ। বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ অর্জন ১৯৬৬ সালে সেমিফাইনাল খেলা। অন্যদিকে ঘানার সর্বোচ্চ অর্জন ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলা।

news24bd.tv/আমিরুল