যশোরের জনসভায় বিকেলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

যশোরের জনসভায় বিকেলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিকেল তিনটায় যশোর জেলা আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরবর্তী সময়ে আওয়ামী লীগের দলীয় সভাপতির উপস্থিতিতে জনসভাকে নির্বাচনী সভাও বলেছেন আয়োজকরা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বলছেন, শেখ হাসিনা এই জনসভা থেকে দলীয় নেতাকর্মীদের আগামী নির্বাচনের দিক নির্দেশনা দেবেন। জনসভায় আসা আওয়ামী লীগের নেতাকর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, শেখ হাসিনা সারা বাংলাদেশের ন্যায় যশোরেও ব্যাপক উন্নয়ন করেছেন তাই তার কাছে চাওয়ার কিছু নেই।

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতেই তারা ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে।

পাঁচ বছর পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যশোর আগমন উপলক্ষে সকাল থেকেই প্রায় যানবাহন শূন্য নগরীর সড়ক অলিগলি চলে যায় মানুষের দখলে। খণ্ডখণ্ড মিছিল আর বাদ বাজনায় পুরো যশোর শহর রূপ নেয় এক উৎসবের নগরীতে।

তিনটায় এই জনসভার মূল কার্যক্রম শুরুর সময় হলেও সকাল থেকেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় জেলা স্টেডিয়াম।

নেতাকর্মীরা বলছেন দলীয় সভাপতির কাছ থেকে তারা আগামী নির্বাচনের করণীয় বিষয়ে নির্দেশনা পাবেন আজ।

বলা হচ্ছে ১০ লক্ষাধিক লোকের সমাবেশ করার পরিকল্পনা যশোর জেলা আওয়ামী লীগের। এই জনসভা থেকেই রাজনৈতিক প্রতিপক্ষকেও জবাব দিতে চায় আওয়ামী লীগ।

news24bd.tv/FA