যে একাদশ নিয়ে মাঠে সুইজারল্যান্ড-ক্যামেরুন

যে একাদশ নিয়ে মাঠে সুইজারল্যান্ড-ক্যামেরুন

অনলাইন ডেস্ক

ফিফা র‍্যাঙ্কিংয়ে সুইজারল্যান্ডের অবস্থান যেখানে ১৫তম, সেখানে ক্যামেরুন আছে ৪৩ নম্বরে। র‍্যাঙ্কিংই বলে দেয়, শক্তির বিচারে ক্যামেরুন থেকে কতটা এগিয়ে সুইজারল্যান্ড। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকলেও সুইসদের বিপক্ষে জয়ের আশায় আল জানুব স্টেডিয়ামে লড়াইয়ে নেমেছে ক্যামেরুন। বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হয়েছে ম্যাচটি।

কাতার বিশ্বকাপের ‘জি’ গ্রুপের এটাই প্রথম ম্যাচ। সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন পরীক্ষিতদের নিয়েই নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছেন।  দলকে নেতৃত্ব দিচ্ছেন গ্রানিত ঝাকা। তিন কাঠির নিচে বরাবরের মতো আছেন ইয়ান সোমার।

একাদশে আছেন রুবেন ভারগাস, জেরদান শাকিরিরাও। ক্যামেরুন কোচ রিগোবার্ট সং তার প্রথম একাদশে রেখেছেন ফর্মের তুঙ্গে থাকা এরিক মাক্সিম চুপো মোটিংকে। গোলপোস্ট সামলানোর দায়িত্ব পড়েছে আন্দ্রে ওনানার ওপর।

এক নজরে দল দুটির একাদশ দেখে নেওয়া যাক: 

সুইজারল্যান্ড: (৪-৫-১) ইয়ান সোমার; সিলভান উইডমার, নিকো এলভেডি, মানুয়েক আকানজি, রিকার্ডো রদ্রিগেজ; রেমো ফ্রেউলার, গ্রানিত ঝাকা, মোহামেত স, রুবেন ভারগাস, জেরদান শাকিরি; ব্রেল এমবোলো।

ক্যামেরুন: (৪-৩-৩) আন্দ্রে ওনানা; নিকোলাস এনকুলু, কলিন্স ফাই, জেন-চার্লস কাস্তেলেতো, নুহু তোলো; আন্দ্রে-ফ্রাঙ্ক জাম্বো আনগিসা, স্যামুয়েল গুয়েত, মার্টিন হোংলা; কার্ল তোকো একামবি, চুপো-মোটিং, ব্রায়ান এমবুমো।

news24bd.tv/সাব্বির