জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে তিনি দেশ ছেড়েছেন। তবে, তার বিরুদ্ধে জুলাই আন্দোলনকেন্দ্রিক একটি হত্যা মামলা থাকার পরেও কীভাবে তিনি বিমানবন্দরের ইমিগ্রেশন পার করতে সক্ষম হলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন। তার বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা না থাকায়, প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে তাকে দেশ ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, আবদুল হামিদ গতকাল রাত ১১টার দিকে বিমানবন্দরে যান। ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে তাকে থাইল্যান্ডের জন্য ফ্লাইটে উঠতে দেওয়া হয়। প্রসঙ্গত,...
হত্যা মামলার আসামি হয়েও আবদুল হামিদের দেশত্যাগ, ইমিগ্রেশনের ব্যাখ্যা
নিজস্ব প্রতিবেদক

আ. লীগের বিচারে সরকারের নতুন উদ্যোগ, জানালেন উপদেষ্টা
অনলাইন ডেস্ক

গণহত্যায় জড়িত দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের প্রভিশন যুক্ত করা হবে। ফ্যাসিস্ট লীগের বিচার হবেই। তিনি আরো বলেন, বিচারকাজ তরান্বিত করতে ট্রাইব্যুনাল-২ গঠিত হচ্ছে। news24bd.tv/NS
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে
অনলাইন ডেস্ক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ২১ মে থেকে ২৭ মে পর্যন্ত ঈদের অগ্রিম টিকিট বিক্রির প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সময়ে ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত চলাচলকারী আন্তনগর ট্রেনগুলোর টিকিট পাওয়া যাবে শুধুমাত্র অনলাইনে। রেলওয়ের সূত্রে জানা যায়, পূর্বাঞ্চলের (ঢাকা, সিলেট, চট্টগ্রাম বিভাগ) ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর, খুলনা বিভাগ) ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। অগ্রিম টিকিট বিক্রির তারিখ ও ট্রেন যাত্রার দিন: রেলের অগ্রিম টিকিট বিক্রির সূচি অনুসারে, ২১ মে বিক্রি করা হবে ৩১ মে চলাচলকারী ট্রেনের টিকিট। ১ জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে ২২ মে। একইভাবে ২৩ মে বিক্রি হবে ২ জুনের, ২৪ মে বিক্রি হবে ৩ জুনের, ২৫ মে বিক্রি হবে ৪ জুনের, ২৬ মে পাওয়া যাবে ৫ জুনের এবং শেষ দিন বিক্রি হবে ৬ জুনের অগ্রিম...
সংবিধানে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে অন্তর্ভুক্তির দাবি
নিজস্ব প্রতিবেদক

সংবিধানে গণমাধ্যমকে রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ হিসেবে অর্ন্তভুক্ত করা, তথ্য জানার অধিকারকে সংবিধানের মৌলিক অধিকার হিসেবে অর্ন্তভুক্ত করা এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকে একটি বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য আইন প্রণয়নের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণমাধ্যম সংস্কার : সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনারে এসব দাবি জানানো হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। ডিআরইউ সহ-সভাপতি গাযী আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য এবং ইংরেজি দৈনিক...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর