লক্ষ্মীপুরে জামায়াতের শীর্ষ তিন নেতা কারাগারে

লক্ষ্মীপুরে জামায়াতের শীর্ষ তিন নেতা কারাগারে

লক্ষ্মীপুর প্রতিনিধি  

লক্ষ্মীপুরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জেলা জামায়াতের আমির রুহুল আমিনসহ ৩ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ আদেশ দেন।

জামিন নামঞ্জুর হওয়া অন্যরা হলেন- জেলা জামায়াতের  সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ ও সাবেক জয়েন্ট সেক্রেটারি নুরুল হুদা।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশুলী অ্যাডভোকেট জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চলতি বছরের ২৫ সেপ্টেম্বর লক্ষ্মীপুর সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে পাঁচ জনের নামে মামলা করে পুলিশ। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বিবাদীরা হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জামিনে ছিলেন।

অপরদিকে জামিন না হওয়ায় বিএনপি ও জামায়াতের দলীয় কর্মীরা জড়ো হয়ে লক্ষ্মীপুর পৌর শহরের বাজার ব্রিজ এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাধাঁয় তা পণ্ড হয়ে যায়।

এসময় তাদেরকে পুলিশের বিরুদ্ধে মারমুখী অবস্থান নিতে দেখা যায়।

news24bd.tv/কামরুল