পাবনায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরমাইকেল আরোহী নিহত

সংগৃহীত ছবি

পাবনায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরমাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক

পাবনার আটঘরিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় সোহেল রানা (৪০) নামে এক মোটরমাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ভোরে পাবনা-চাটমোহর সড়কের আটঘরিয়া উপজেলার বাওইকোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বালিয়াশিসা গ্রামের আজিম উদ্দিন মালিথার ছেলে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মোটরসাইকেল আরোহী সোহেল সকালে চাটমোহরের দিকে যাচ্ছিলেন।

পথে আটঘরিয়া উপজেলার বাওইকোলা মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সোহেল রানা নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

news24bd.tv/হারুন