প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ২৯ নভেম্বরে দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রীর টোকিও যাওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। সফরের নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সফরে দ্বিপক্ষীয় বেশ কিছু চুক্তি ও সমঝোতার ব্যাপারে এখনও সুরাহা হয়নি। আলোচনা চলছে।
উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা ছিল।
news24bd.tv/হারুন