‘মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে শিকড়ের সম্পর্ক তৈরি হয়েছে ভারতের’

সংগৃহীত ছবি

‘মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে শিকড়ের সম্পর্ক তৈরি হয়েছে ভারতের’

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের সাথে ভারতের শেকড়ের সম্পর্ক তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। তিনি আশা প্রকাশ করে বলেন, সামনের দিনগুলোতেও বাংলাদেশ ভারত সম্পর্ক অটুট থাকবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে স্কলারশিপ প্রাপ্ত বাংলাদেশী শিক্ষার্থীদের সংগঠন ‘মৈত্রী’র আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, কানেক্টিভিটি, বাণিজ্য সম্প্রসারণ, ভিসা সহজীকরণসহ অনেক বিষয়ে কাজ হয়েছে।

মৈত্রী কোটা ভিসা শুধু নয়, শিক্ষা সংস্কৃতির পারস্পরিক বিনিময়ে আরও কাজ করবে ভারতীয় হাই কমিশন। ভারত বাংলাদেশ শিক্ষার্থীদের মধ্যও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে।

প্রতি বছর ভারত সরকার বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ২০০ জনকে আইসিসিআর স্কলারশিপ প্রদান করে থাকে।  

এই বৃত্তিগুলির লক্ষ্য হল সেরা ও উজ্জ্বল প্রতিভাদের আকৃষ্ট করা এবং ভারতের নতুন শিক্ষানীতির অধীনে ভারত ও বাংলাদেশের মধ্যে সমন্বয় বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ সুযোগ প্রদান করা।

news24bd.tv/আজিজ