মোংলা বন্দর থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার

সংগৃহীত ছবি

মোংলা বন্দর থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি 

মোংলা বন্দর থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার (২৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ চুরি হওয়া বিপুল পরিমান মেশিনারিজ পণ্য উদ্ধার করা হয়।

জানা যায়, কাতারের রুয়াইস বন্দর থেকে ছেড়ে আসা লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি এএস এলিনিয়া থেকে জাহাজে ব্যবহৃত বিভিন্ন মেশিনারিজ পণ্য চুরি হয়। বিষয়টি জানতে পেরে মোংলা কোস্টগার্ড অভিযান শুরু করে।

বুধবার রাতে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোর চক্র নদীতে ঝাঁপ দেয়। এ সময় দুটি ইঞ্জিনচালিত নৌকা তল্লাশি করে চুরি যাওয়া বিপুল পরিমান মেশিনারিজ পণ্যসহ রামদা, চাপাতিসহ বিভিন্ন ধরনের ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, চোরদের সনাক্ত করতে কোস্টগার্ডে অভিযান অব্যাহত রয়েছে।