পর্তুগালের শুরুর একাদশে রোনালদো, দেবেন দলকে নেতৃত্ব

পর্তুগালের শুরুর একাদশে রোনালদো, দেবেন দলকে নেতৃত্ব

অনলাইন ডেস্ক

মাঝ মৌসুমের সিংহভাগ সময় ম্যানচেস্টার ইউনাইটেডের বেঞ্চে কাটালেও, জাতীয় দলে বরাবরই কোচ ফার্নান্দো সান্তোসের প্রথম পছন্দ ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সময়টা খুব খারাপ কাটলেও, কাতার বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচের শুরুর একাদশে রয়েছেন রোনালদো। ঘানার বিপক্ষে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বও যথারীতি তার ওপর বর্তেছে।

বাংলাদেশ সময় রাত ১০টায় ঘানার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল।

‘এইচ’ গ্রুপের এ ম্যাচে সম্ভাব্য সেরা একাদশ নিয়েই মাঠে নামছে দলটি। রোনালদো খেলছেন স্ট্রাইকার হিসেবে। তার পেছনে বল যোগানের দায়িত্বে থাকবেন ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভারা। রক্ষণভাগ সামলানোর দায়িত্ব পড়েছে জোয়াও কানসেলো, রুবেন ডিয়াজদের ওপর।

তবে ঘানার বিপক্ষে জিততে বেগ পেতে হতে পারে রোনালদোর পর্তুগালকে। ঘানার কোচ অটো আডো তার সাজানো প্রথম একাদশে রেখেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে টমাস পার্টেকে। দলটির আক্রমণভাগে আছে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় থাকা মোহামেদ কুদুস এবং ইনাকি উইলিয়ামস।  

এক নজরে পর্তুগাল-ঘানার একাদশ দেখা নেওয়া যাক: 

পর্তুগাল (৪-১-৪-১): ডিয়োগো কস্তা, জোয়াও কানসেলো, দানিলো পেরেইরা, রুবেন ডিয়াজ, রাফায়েল গুরেইরো; রুবেন নেভেন; ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভা, ওটাভিও, জোয়াও ফেলিক্স; ক্রিশ্চিয়ানো রোনালদো।

ঘানা (৫-২-৩): লরেন্স আতি জিগি; আলিদু সেইদু, দানিয়েল আমার্তে, আলেকজান্দার ডিকু, মোহামেদ সালিসু, বাবা আব্দুল রহমান; টমাস পার্টে, আব্দুল সালিস সামাদ; মোহামেদ কুদুস, আন্দ্রে আইয়ু, ইনাকি উইলিয়ামস।

news24bd.tv/সাব্বির