দেশে প্রতিদিন ৩ জন ধর্ষণের শিকার: নারী নিরাপত্তা জো‌ট

প্রতীকী ছবি

দেশে প্রতিদিন ৩ জন ধর্ষণের শিকার: নারী নিরাপত্তা জো‌ট

অনলাইন ডেস্ক

চলতি বছরের বছরের প্রথম ১০ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে প্রতিদিন তিন জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় নারী নিরাপত্তা জোট।

‘ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অব ভায়োলেন্স এগেইনস্ট উইমেন’ বা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সংস্থাটি থেকে বলা হয়, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ধর্ষণের ঘটনা ঘটেছে ৮৩০‌টি।

সে হি‌সে‌বে প্রতিদিন তিন জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। একই সময়ে পারিবারিক নির্যাতনের পর হত্যার ঘটনা ঘটেছে ৪১১টি।

নারী নিরাপত্তা জোট থেকে আরও বলা হয়, ধর্ষণের পর হত্যার ঘটনায় পুলিশের গাফিলতি রয়েছে। তদন্ত প্রতিবেদনে অনেক গাফিলতির কারণে ৮০ শতাংশ মামলা নষ্ট হ‌য়ে যায়।

সংবাদ সম্মেলনে নারী নির্যাতন প্রতি‌রো‌ধে নারী ও শিশু নির্যাতনের মামলা ১৮০ দি‌নে নিষ্পত্তি করাসহ ৯‌টি দাবি তুলে ধরেন বক্তারা।

news24bd.tv/মামুন