‘বাজুস দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করবে’

সংগৃহীত ছবি

‘বাজুস দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করবে’

ফাতেমা জান্নাত মুমু,রাঙামাটি

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর এর নেতৃত্বে বাজুস দেশকে অর্থনৈতিক সমৃদ্ধশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে সংগঠনের সহ সভাপতি  ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।  

তিনি বলেন, দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। দেশের স্বর্ণ ব্যবসায়ীদের হয়রানি বন্ধসহ ব্যবসায় স্বচ্ছতা আনতেই বাজুস গঠন করা হয়েছে। দেশের মাটিতে বাজুস দেশের স্বর্ণ ব্যবসা চাঙ্গা করতে চাই।

শুধু তাই নয় বাজুসের সেবার মান বৃদ্ধি ও পরিধি বিস্তারের লক্ষ্যে তৃণমূলকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।  

শুক্রবাার দুপুর ১২টায় রাঙামাটি আশিকা কনভেনশন পার্কে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) জেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সংগঠনের সহ সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন এসব কথা বলেন। বাজুস রাঙামাটি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মৃদুল ধরের সভাপতিত্বে এতে বাজুসের কার্যনির্বাহী সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, রিপনুল হাসান, বাজুস চট্টগ্রাম বিভাাগের সদস্য প্রণব সাহা উপস্থিত ছিলেন।

বাজুসের সহ সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, একটা সময় স্বর্ণ ব্যবসায় কোন শৃঙ্খলা ছিলনা।

সেজন্য ব্যবসায়ীদেরও ব্যাপক হয়রানির শিকার হতে হয়। শুধু তাই নয়, অসাধু ব্যবসায়ীদের কারণে গ্রাহক হয়রানিও দিন দিন বৃদ্ধি পাই। তাই স্বর্ণ ব্যবসায়ীদের উপর আস্থাহীনতায় পরে সাধারণ মানুষ। কিন্তু বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর এর নেতৃত্ব স্বর্ণ ব্যবসার সকল সমস্যা সমাধান করে দেশকে অর্থনৈতিকভাবে উন্নয়নে আগ্রসর করবে।

এ আগে বাজুস কেন্দ্রীয় নেতাকর্মীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন রাঙামাটি বাজুস জেলা শাখার নেতা কর্মীরা।
news24bd.tv/আলী