প্রথমার্ধ শেষে ইকুয়েডরের বিপক্ষে এগিয়ে ডাচরা
প্রথমার্ধ শেষে ইকুয়েডরের বিপক্ষে এগিয়ে ডাচরা

সংগৃহীত ছবি

প্রথমার্ধ শেষে ইকুয়েডরের বিপক্ষে এগিয়ে ডাচরা

অনলাইন ডেস্ক

গ্রুপপর্বে প্রথম ম্যাচে জয়ের দেখা পেয়েছে নেদারল্যান্ডস ও ইকুয়েডর। আজ জিতলে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত দু’দলেরই। এমন সমীকরণে মাঠে লড়ছে তারা। প্রথমার্ধ শেষে শেষ ষোলোর দৌড়ে এগিয়ে ডাচরা ।

ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে গেছে ডাচরা।

এর আগে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে ইকুয়েডর। অন্যদিকে গ্রুপের অপর ম্যাচে সেনেগালকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে নেদারল্যান্ডস।

এদিন ইকুয়েডরের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ডাচরা।

সেই ধারাবাহিকতায় ম্যাচে লিড নিতে সময় লাগেনি বেশি। ম্যাচের ৬ মিনিটেই কোডি গাকপোর গোলে এগিয়ে যায় ডাচরা। পিছিয়ে পরে চেষ্টা চালিয়েছে ইকুয়েডরও। বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ডাচ দুর্গ বেধ করে বল জালে পাঠায় পারভিস এস্তুপিনান। তবে ইকুয়েডরের সেই উদযাপন পণ্ড করে দেয় ভিএআর। বাতিল হয় গোলটি।

এর পর রেফারি বাঁশি বাজালে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় ডাচরা।

news24bd.tv/আমিরুল