দীর্ঘ ৭ বছর পর পিরোজপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামীকাল রোববার (২৭ নভেম্বর)। সম্মেলন ঘিরে গোটা শহরে এখন সাজ সাজ রব। নতুন নেতৃত্বে কারা আসছেন তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। কমিটিতে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করার দাবি জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।
এই সম্মেলন ঘিরে গোটা শহর ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ডে। মোড়ে মোড়ে নির্মাণ করা হয়েছে তোরণ। সম্মেলন সফল করতে দিন রাত কোরে চলছে নানা প্রস্তুতি।
দীর্ঘ ৭ বছর পর জেলা আওয়ামী লীগের এই সম্মেলন ঘিরে এখন সাজ সাজ রব।
সম্মেলন সফল করতে প্রস্তুতির ঘাটতি রাখছেন না নেতাকর্মীরা। এমনটাই জানান জেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক হাবিবুর রহমান মালেক।
উল্লেখ্য, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৫ সালে।
news24bd.tv/ইস্রাফিল