ইসাব সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল শেলটেক

পুরস্কার তুলে দেন ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান এমপি

ইসাব সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল শেলটেক

অনলাইন ডেস্ক

আবাসন ও বাণিজ্যিক ভবন নির্মাণে আধুনিক অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণের জন্য একমাত্র আবাসন ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ৮ম আন্তর্জাতিক ফায়ার সেফটি এক্সপো-২০২২ এ বাণিজ্যিক ভবন নির্মাণ ক্যাটাগরিতে ইসাব (ESSAB) সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২ অর্জন করেছে শেলটেক।

গতকাল শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) সেলিব্রেটি হলে শেলটেক (প্রা.) এর হেড অব অপারেশন্স শাহজাহানের হাতে পুরস্কার ও নিরাপত্তা সনদ তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান এমপি।

শেলটেক নর্দান স্টার, ঢাকার বনানী-১১ তে ১১৮ নম্বর প্লটে একটি আধুনিক ১০তলা বাণিজ্যিক ভবন। ২৩,২০৬ বর্গফুট জায়গার এই বাণিজ্যিক ভবনটির আধুনিক নকশা এবং প্রযুক্তি দিয়ে নির্মাণ করেছেন শেলটেক এর নিজস্ব প্রকৌশলীরা।

শেলটেক এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে শেলটেক নর্দান স্টার এর অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনা প্রণয়ন করা হয়। নর্দান স্টার ফায়ার প্রোটেকশন সিস্টেম ফায়ার হাইড্রেন্ট সিস্টেম, ফায়ার ডোর, অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে গঠিত।
 

এই রকম আরও টপিক