দেশে চিনির কোনো অভাব নেই : শিল্পমন্ত্রী

রাজশাহীতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

দেশে চিনির কোনো অভাব নেই : শিল্পমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, দেশে চিনির কোনো অভাব নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল। দ্রুতই বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে।  আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী সার্কিট হাউসে জেলা প্রশাসন ও বিসিক আয়োজিত জেলার ব্যবসায়ী ও অংশীজনের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রমজান মাস সামনে রেখে পর্যাপ্ত চিনি আছে।

আমাদের সংগ্রহ থেকে বাজারে চিনি ছাড়া হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে যেন আরো ১ লাখ টন চিনি আমদানি করে। ব্যবসায়ীদেরও দেশের কথা চিন্তা করে কাজ করতে হবে। কারণ বৈশ্বিক সংকট মোকাবেলা করতে হচ্ছে।
এছাড়া সুগারমিলসহ বন্ধ শিল্পকারখানাগুলো পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে চালু করার চিন্তা ভাবনা করা হচ্ছে।

জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাসিক মেয়র ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিভাগীয় কমিশনার জি এস এম জাফর উল্লাহ, পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

news24bd.tv/রিমু