হিলিতে বাংলাদেশ-ভারত সাংবাদিক ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

হিলিতে বাংলাদেশ-ভারত সাংবাদিক ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সারাবিশ্ব যখন কাতার ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় ব্যস্ত ঠিক সেই মুহূর্তে দিনাজপুরের হিলিতে বাংলাদেশ-ভারত সাংবাদিক ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে দিনাজপুরের হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই খেলার আয়োজন করা হয়। এতে বাংলাদেশের হয়ে দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের সদস্যরা ও ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের সদস্যরা এই ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচে অংশ নেন।

খেলা দেখতে স্থানীয়সহ আশপাশের চার থানার অনেকেই জড়ো হন।

দুই দেশের খেলা হওয়ায় মাঠটি মুখরিত হয়ে ওঠে। ৫০ মিনিটের খেলায় দু’দলই দুটি করে গোল দেয়। এতে খেলা ড্র হয় পরে দু’দেশের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ।

এ সময় হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, প্রমুখ উপস্থিত ছিলেন।

দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের সদস্যরা বলেন, ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচে অংশগ্রহণ করতে পারায় ভালো লাগছে হারজিত বড় নয়। এই খেলার মাধ্যমে আমাদের মধ্যে দুই বাংলার সাংবাদিকদের মাঝে একটি বন্ধুত্বের নজির স্থাপন হয়ে থাকবে।

গণমাধ্যম কর্মীরা বলেন, আমরা দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের আহ্বানে ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচের আয়োজন করি। আমরা মনে করি এই খেলার মাধ্যমে দু’দেশের সাংবাদিকদের মধ্যে নতুন করে মেলবন্ধন সৃষ্টি হলো।

news24bd.tv/FA