নোয়াখালীতে ৪শ' ক্ষুদ্র কৃষকদের মাঝে ঋণ বিতরণ

নোয়াখালীতে ৪শ' ক্ষুদ্র কৃষকদের মাঝে ঋণ বিতরণ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে ৪শত ক্ষুদ্র কৃষকদের মাঝে স্বল্পসুদে (৪%) সয়াবিন ও মরিচ চাষে ঋণ বিতরণ করা হয়েছে।  সোশ্যাল ইসলামী ব্যাংক লি. এর উদ্যোগে এ ঋণ বিতরণ করা হয়।

শনিবার দুপুরে সুবর্ণচর উপজেলা মাঠে সলিডারিডেট নেটওয়ার্ক এশিয়া এর আয়োজনে কৃষকদের মাঝে এ ঋণ বিতরণ করা হয়। সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসাবে সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যা, সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফোরকান উল্যাসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে ৪শ জন ক্ষুদ্র কৃষকদের মাঝে সোয়াবিন, মরিচ, তরমুজ চাষের জন্য প্রায় ৩ কোটি টাকার ঋণের চেক বিতরণ করেন অতিথিরা। দিনব্যাপী অনুষ্ঠান উপলক্ষে সলিডারিডেট নেটওয়ার্ক এশিয়ার উদ্যোগে বিভিন্ন জাতের বীজ ও ফসল নিয়ে ১০টি স্টল সাজিয়েছে তারা। কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এবং আগামীতে আরও বেশী ফসল উৎপাদনের জন্য ঋণসহ সব ধরনের সহযোগিতা চেয়েছেন তারা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক