সুযোগ পেয়েও প্রথমার্ধে এগুতে পারলো না আর্জেন্টিনা

সংগৃহীত ছবি

সুযোগ পেয়েও প্রথমার্ধে এগুতে পারলো না আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক

বাঁচা মরার লড়াইয়ে গ্রুপ পর্বের ম্যাচে কাতারের লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর মুখোমুখি হয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে সুযোগ পেয়ে প্রথমার্ধে এগিয়ে যেতে পারেনি মেসি-ডি মারিয়ারা।

শনিবার দিবাগত রাত ১টায় ম্যাচটি শুরু হয়। জয়ের কোনো বিকল্প নেই এমন ম্যাচে আর্জেন্টিনা স্কোয়াডে পাঁচ পরিবর্তন আনেন স্ক্যালোনি।

ম্যাচের শুরু থেকেই ছন্দহীন ফুটবল খেলতে থাকে দুদল। ১৬ মিনিটে প্রথম গোলের আশা জাগিয়ে তোলে মেক্সিকো। স্ট্রাইকার লজানো বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়েন। তবে লজানোর সেই প্রচেষ্টা ঠেকিয়ে দেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।

বিপদমুক্ত হয় আর্জেন্টিনা।

ম্যাচের ২০ মিনিটে লজানোকে বাজে ভাবে ফাউল করেন ওতামেন্দি। গোল বারের ৩০ গজ দূরে থেকে ফ্রি কিক পায় মেক্সিকো। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি মার্টিনোর শীর্ষরা।

মেক্সিকোর গোল পোস্টের দিকে আর্জন্টিনার প্রথম আক্রমণ আসে ম্যাচের ২৫ মিনিটে। মেসি ও ডি পলের নৈপুণ্য বল যায় মেক্সিকোর ডি বক্সে। তবে অফসাইডের কবলে পড়েন গঞ্জালো মন্টিয়েল।

ম্যাচের ৩৪ মিনিটে প্রথম সুযোগ পান আর্জেন্টাইন দলপতি মেসি। গোলপোস্টের ডান দিক থেকে নেওয়া মেসির ফ্রি কিক রুখে দেন মেক্সিকান গোলরক্ষক ওচোয়া। ডান দিকে ডি পলকে ভেগা ফাউল করলে এই ফ্রি কিক পায় আর্জেন্টিনা।

৪০ মিনিটে কর্নার পায় আর্জেন্টিনা। কর্নার কিকটি করেন ডি মারিয়া। ডি বক্সের ভেতরের দিকে আসছিল বলটি। মাঝামাঝি জায়গায় থাকা লাউতারো মার্টিনেজ নিখুঁত হেডে জড়াতে পারতেন জালে। কিন্তু কিন্তু মেরে দেন বারের বাইরে। সহজ সুযোগ হারালো আর্জেন্টিনা।  

ম্যাচের ৪৫ মিনিটে ফ্রি কিক পায় মেক্সিকো। দারুণ একটি শট নেন ভেগা। আর্জেন্টাইন দেয়ালকে ফাঁকি দিয়ে বল যাচ্ছিল জালে। গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বল নিজের নিয়ন্ত্রণে রেখে দেন। একটু এদিক সেদিক হলেই গোল পেয়ে যেতো মেক্সিকো। আর এতেই গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।

news24bd.tv/মামুন