টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের বাগান থেকে অজ্ঞাত এক যুবকের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ের গোলচত্ত্বরের উত্তর পাশের আম বাগানে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, যুবকটি আত্মহত্যা করছে, নাকি কেউ হত্যা করে রেখে গেছে, ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
news24bd.tv/কামরুল