স্পেনের বিপক্ষে জার্মানির অলিখিত ‘ফাইনাল’

সংগৃহীত ছবি

স্পেনের বিপক্ষে জার্মানির অলিখিত ‘ফাইনাল’

অনলাইন ডেস্ক

বলা হতো, ফুটবলটা খেলে ২২ জন, কিন্তু জেতে জার্মানি! তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে জাপানে আটকে যায় জার্মানি। দুর্দান্ত খেলা জাপানি ব্লু সামুরাইদের স্বভাবসুলভ জাবাবটা দিতে পারেনি জার্মানি। ২-১ গোলে হেরে এখন গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা তৈরী হয়েছে। তাই স্পেনের বিপক্ষে আজকের ম্যাচটা যেন অঘোষিত ফাইনাল তাদের জন্য।

অন্যদিকে প্রথম ম্যাচে কোস্টারিকাকে উড়িয়ে দেয়া স্পেন এ ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করতে চাইবে।

আল বাইয়াত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১ টায়। আজকের ম্যাচে হারলে টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে চারবারের শিরোপাধারীরা। তবে মাঠে এর জবাব দিতে চাইলেন জার্মান কোচ হানসি ফ্লিক।

তিনি বলেন, ‘রবিবার মাঠেই এর জবাব পাবেন। আর সেটা হবে প্রশ্নের সঠিক উত্তর। আমরা খেলার পরিকল্পণা সাজিয়ে ফেলেছি।  এই ম্যাচে যে সাহস আর আত্মবিশ্বস প্রয়োজন তা আমদের আছে। ’

জার্মানির বাঁচামরার ম্যাচ ঘিরে বেশকিছু সমীকরণ জড়িত। জাপান, কোস্টারিকা, জার্মানি- তিন দলের জন্যই গুরুত্বপূর্ণ এই ম্যাচ। আজ হেরে গেলে বিদায় নিশ্চিত জার্মানির। নকআউটে চলে যাবে স্পেন। দিনের অপর ম্যাচে জাপান কোস্টারিকার মধ্যকার ম্যাচে জাপান জিতে গেলে তাদের নকআউট নিশ্চিত হবে। তবে জার্মানি জিতলে জটিল হবে সমীকরণ।

news24bd.tv/আজিজ