নিকারের সভায় অনুমোদন পেলো না পদ্মা ও মেঘনা বিভাগ

সংগৃহীত ছবি

নিকারের সভায় অনুমোদন পেলো না পদ্মা ও মেঘনা বিভাগ

অনলাইন ডেস্ক

প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে পদ্মা ও মেঘনা নামে নতুন দুই বিভাগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। মূলত সরকারের ব্যয় সংকোচন নীতির কারণেই এমনটা করা হয়েছে।

নিউজ টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী  আনিসুল হক।

মোবাইল ফোনে আইনমন্ত্রী বলেন, ‘এখন সাশ্রয় নীতিতে চলছে সরকার। নতুন করে বিভাগ করতে গেলে অনেক খরচ হবে। এর জন্য পদ্মা ও মেঘনা নামে নতুন দুই বিভাগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। তবে বাকি এজেন্ডাগুলো অনুমোদন দেওয়া হয়েছে।

news24bd.tv/মামুন

এই রকম আরও টপিক