রসিক নির্বাচনে জাপার মনোনয়ন পেলেন মোস্তফা

ফাইল ছবি

রসিক নির্বাচনে জাপার মনোনয়ন পেলেন মোস্তফা

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের প্রার্থী হিসেবে মোস্তাফিজুর রহমান মোস্তফার নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। রোববার (২৭ নভেম্বর) জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন।

এদিন দুপুরে থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেই বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন রওশন এরশাদ। এসময় তিনি পার্টির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি রসিক নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করেন।

প্রার্থী নির্বাচনের বিষয়ে রওশন এরশাদ বলেন, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্নেহধন্য পুত্রতুল্য এবং তার পছন্দের যোগ্য ও দক্ষ প্রার্থীকেই আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য মনোনীত করেছি। মোস্তাফিজার রহমান মোস্তফা হলেন সাবেক মেয়র ও দলের প্রেসিডিয়াম সদস্য, জনমানুষের প্রিয় নেতা।

আগামী ২৭ ডিসেম্বর তৃতীয়বারের মতো রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৭ সালের ২১ ডিসেম্বর দ্বিতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

এবারও তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন।

news24bd.tv/FA