যে একাদশ নিয়ে হাইভোল্টেজ ম্যাচে নামছে স্পেন-জার্মানি

যে একাদশ নিয়ে হাইভোল্টেজ ম্যাচে নামছে স্পেন-জার্মানি

কাতার বিশ্বকাপের প্রথম হাইভোল্টেজ ম্যাচে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামছে স্পেন এবং জার্মানি। বিশ্বকাপের শুরুটা এ দুই পাওয়ার হাউজের জন্য হয়েছে দুই রকমের। স্পেন কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও জাপানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে হেরেছে জার্মানরা। ম্যাচটি স্পেনের কাছে নকআউট পর্বের টিকিট কাটার হলেও, জার্মানির কাছে লড়াইটা বিশ্বকাপে টিকে থাকার।

আল বাইত স্টেডিয়ামে এই লড়াইয়ে ৪-৩-৩ ছকে খেলবে স্পেন। মাত্র একটি পরিবর্তন নিয়ে লা রোহারা মাঠে নামছে। রাইটব্যাকে সেজার আজপিলিকুয়েতার জায়গায় একাদশে ঢুকেছেন দানি কারভাহাল। এছাড়া কোস্টারিকার বিপক্ষে খেলা বাকি ১০ ফুটবলার থাকছেন জার্মানির বিপক্ষেও।

জাপানের কাছে অপ্রত্যাশিত হারের পর জার্মান কোচ হান্সি ফ্লিক একাদশে পরিবর্তন এনেছেন দুটি। সেন্টারব্যাক হিসেবে নিকো শ্লোটারবেকের জায়গায় খেলবেন থিলো কেহরের। আর স্ট্রাইকার কাই হাভার্টেরজ জায়গায় একাদশে ঢুকেছেন মিডফিল্ডার লেওন গোরেৎজকা।

এক নজরে দুই দলের একাদশ

স্পেন (৪-৩-৩): উনাই সিমোন; দানি কারভাহাল, রদ্রিগো, আয়মেরিক লাপোর্ত, জর্দি আলবা; গাভি, সের্হিও বুসকেটস, পেদ্রি; মার্কো আসেনসিও, ফেরান তোরেস, দানি ওলমো।

জার্মানি (৪-৩-৩): ম্যানুয়েল নয়্যার; ডাভিড রাম, আন্টোনিও রুডিগার, নিকলাস সুলে, থিলো কেহরের; লেওন গোরেৎজকা, জশুয়া কিমিখ, ইলকায় গুনদোয়ান; সার্জ নাব্রি, টমাস মুলার, জামাল মুসিয়ালা।

news24bd.tv/সাব্বির