আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

সংগৃহীত ছবি

আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

আবদুস সালাম বাবুর, বগুড়া

বগুড়ার মাঠে মাঠে চলছে আমন ধান কাটা আর মাড়াইয়ের কাজ। এ বছর আমনের ভালো ফলন হওয়ায় খুশি কৃষকরা। যদিও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভ কিছুটা কম হওয়ার আশঙ্কা করছেন তারা। এদিকে বিগত কয়েক বছরের তুলনায় এবার ফলন ভালো হওয়ায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ।

 

সরেজমিনে দেখা যায়, বগুড়ার মাঠজুড়ে সবুজ ধানে সোনালি রঙ লেগেছে। সোনা রঙা ধানের শীষে স্বপ্ন আঁকছেন কৃষক। মাঠে মাঠে চলছে ধান কাটা আর মাড়াই। হাট বাজারে বেচাকেনাও শুরু হয়েছে এরই মধ্যে।

কাঁচা ও শুকনা ধানের দাম এবারে ভালো।  

চাষিরা জানান, গতবারের চেয়ে এবার ধানের ফলন ভালো হয়েছে। তবে উৎপাদন খরচও বেড়েছে।  

এ বিষয় নিয়ে কথা হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়ার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. এনামুল হক ও উপ-পরিচালক কৃষিবিদ দুলাল হোসেনের সঙ্গে। তারা জানান, বিভিন্ন পরামর্শসহ প্রযুক্তিগত সহায়তা দিয়ে কৃষকদের পাশে থেকেছেন তারা।  

জেলায় চলতি মৌসুমে ১ লাখ ৮৩ হাজার ৪৭৫ হেক্টর জমি থেকে ৮ লাখ টন ধান পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

news24bd.tv/ইস্রাফিল