প্রথম জয়ের খোঁজে ঘানা-দক্ষিণ কোরিয়া

সংগৃহীত ছবি

প্রথম জয়ের খোঁজে ঘানা-দক্ষিণ কোরিয়া

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ঘানা ও দক্ষিণ কোরিয়া। গ্রুপ এইচে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মাঠে নামবে দু’দল। যেখানে আসরে প্রথম জয়ের খোঁজে দু’দলই।

গ্রুপপর্বের প্রথম ম্যাচে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ড্র’ করেছে এশিয়ার ফুটবল পরাশক্তি দক্ষিণ কোরিয়া।

অন্যদিকে পর্তুগালের বিপক্ষে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আফ্রিকার দেশ ঘানা। তবে ম্যাচে পর্তুগালের বিপক্ষে বেশ আক্রমণাত্মক ফুটবল খেলা উপহার দিয়েছে ঘানা।

বিশ্বকাপে ঘানার থেকে অনেকটাই এগিয়ে দক্ষিণ কোরিয়া। ২০০২ বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছে দক্ষিণ কোরিয়া।

এটিই দলটির সেরা সাফল্য। অন্যদিকে ঘানার সেরা সাফল্য ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা।

এশিয়া থেকে সবচেয়ে বেশি বিশ্বকাপে অংশগ্রহণ করেছে দক্ষিণ কোরিয়া। ১১ তম বিশ্বকাপ খেলছে কাতারে। দক্ষিণ কোরিয়া বৈশ্বিক আসরে তারা প্রথম খেলেছিল ১৯৫৪ সালে। এরপর ১৯৮৬ সাল থেকে বিশ্বকাপের প্রতিটি আসরেই খেলেছে দক্ষিণ কোরিয়া।  

অন্যদিকে ঘানা প্রথমবার বিশ্বকাপে খেলে ২০০৬ সালে। কাতারে চতুর্থবার বিশ্বকাপ খেলছে তারা। বিশ্বকাপে প্রথম খেলার আগে দলটি চারটি আফ্রিকান নেশন্স কাপ জিতেছে।

তবে দু’দলের মুখোমুখি দেখায় দক্ষিণ কোরিয়ার থেকে এগিয়ে ঘানা। এখন পর্যন্ত ৭ বার একে অন্যের বিপক্ষে মাঠে নেমেছে তারা। যার সবগুলোই প্রীতি ম্যাচ। যেখানে চারটি ম্যাচ জিতেছে ঘানা, তিনটি দক্ষিণ কোরিয়া। সবশেষ ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ খেলে ঘানা-দক্ষিণ কোরিয়া। যেখানে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-০ গোলে জিতেছিল ঘানা।

news24bd.tv/আমিরুল