চীনজুড়ে ছড়িয়ে পড়েছে জিরো কোভিড নীতিবিরোধী বিক্ষোভ

সংগৃহীত ছবি

চীনজুড়ে ছড়িয়ে পড়েছে জিরো কোভিড নীতিবিরোধী বিক্ষোভ

অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চীন সরকারের কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠছে চীনের বড় শহরগুলো। সোমবার সাংহাইয়ে শত শত বিক্ষোভকারীর সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। চীনে সরকারবিরোধী বিক্ষোভ নজীরবিহীন।

সম্প্রতি জিনজিয়াংয়ের পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত শহর উরুমকিতে একটি বহুতল ভবনে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়।

এ ঘটনায় লকডাউনের বিধিনিষেধকে দায়ী করেন স্থানীয়রা। মূলত ওই ঘটনা থেকেই বিক্ষোভের সূত্রপাত ঘটে। দেশের বিভিন্ন শহরে রাজপথে নেমে সরকারের কোভিড নিয়ন্ত্রণ ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছে বিপুল সংখ্যক মানুষ।

নিহতদের স্মরণে সাংহাই থেকে বেইজিংয়ে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন।

সরকারের জিরো কোভিড নীতির বিরুদ্ধে কথা বলতে শুরু করেন। কঠোর বিধিনিষেধের থেকে মুক্তি দাবী করেন। বিশ্ববিদ্যালয়গুলোতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে, শিক্ষার্থীরা প্রতিবাদী পোস্টার লাগিয়েছে। বেইজিংয়ে লোকজন মোমবাতি মিছিল করেছে। রোববার রাতের বিক্ষোভে এই সংঘর্ষ হয়। পুলিশ বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করতে গেলে ধ্বস্তাধস্তি শুরু হয়। বিক্ষোভকারীরা এদিন উহান এবং চেংডুতেও রাস্তায় নেমে বিক্ষোভ করে।

বিক্ষোভ থেকে বিবিসির এক রিপোর্টারকে আটক করে চীনা পুলিশ। রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।  

news24bd.tv/আজিজ