পাসের হারে এগিয়ে যশোর বোর্ড

সংগৃহীত ছবি

পাসের হারে এগিয়ে যশোর বোর্ড

অনলাইন ডেস্ক

চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ২২৫ জন পরীক্ষার্থী। পাশের হারে এগিয়ে যশোর বোর্ড। এ বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৩ শতাংশ।

সোমবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ২২৫ জন

চলতি বছর এসএসসিতে কুমিল্লা শিক্ষাবোর্ডে পাশের হার ৯১ দশমিক ২৮। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ৯৯৮ জন।

রাজশাহী শিক্ষাবোর্ডে পাশের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ০২ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ২১৬ জন পরীক্ষার্থী।  

ঢাকা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ০৩ শতাংশ। বরিশাল বোর্ডে ৮৯ দশমিক ৬১ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ। সিলেট বোর্ডে পাশের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৫৬৫ জন।  দিনাজপুর বোর্ডে ৮১ দশমিক ১৪ শতাংশ। যশোরে পাসের হার ৯৫ দশমিক ৩ শতাংশ।

এ ছাড়া মাদ্রাসা বোর্ডে ৮২ দশমিক ২২ শতাংশ এবং কারিগরি বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ৭ শতাংশ।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। চলে ১ অক্টোবর পর্যন্ত। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী ছিল।

এ ছাড়া মাদরাসা বোর্ডের ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী ছিল।

news24bd.tv/হারুন