ঘানার বিপক্ষে দুই গোলে পিছিয়ে দক্ষিণ কোরিয়া

ঘানার বিপক্ষে দুই গোলে পিছিয়ে দক্ষিণ কোরিয়া

অনলাইন ডেস্ক

ফেবারিট হিসেবেই ঘানার বিপক্ষে মাঠে নেমেছিল দক্ষিণ কোরিয়া। এডুকেশন সিটি স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপের এই ম্যাচে প্রথমার্ধ দলটি দেখালো দাপট। কিন্তু এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ম্যাচে হওয়া দুটি গোলই ঘানার। কোরিয়ার গোলমুখে নেওয়া দুই শট থেকে গোল দুটি আদায় করে নিয়েছে ঘানার ফুটবলাররা।

২-০ গোলে এগিয়ে থেকে আফ্রিকার দেশটি গেছে বিরতিতে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ কোরিয়ার চেয়ে বেশ পিছিয়ে ঘানা। ৩৩ ধাপ পিছিয়ে থাকলেও প্রথমার্ধে দক্ষিণ কোরিয়াকে গোলমুখে কোনো শটই রাখতে দেয়নি দলটির ডিফেন্ডাররা। উল্টো ২৪ মিনিটে আচমকা গোল দিয়ে বসেন মোহামেদ সালিসু।

জর্ডান আয়েউর ফ্রি কিক ডি বক্সে ক্লিয়ার করতে ব্যর্থ হন কোরিয়ার ডিফেন্ডাররা। বল পায়ে পেতেই জোরাল শটে ঘানাকে এগিয়ে নেন এই সেন্টার ব্যাক।

১০ মিনিট পর কোরিয়ার জালে দ্বিতীয়বার বল পাঠায় ঘানা। এবার গোল করেন তরুণ তুর্কি মোহামেদ কুদুস। বলের যোগান আসে সেই আয়েউর পা থেকেই। তার ক্রস থেকে হেডে গোলটি করেন কুদুস।

news24bd.tv/সাব্বির