দুই পরিবর্তন নিয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

দুই পরিবর্তন নিয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

অনলাইন ডেস্ক

সার্বিয়ার বিপক্ষে চোটে পড়া নেইমার এবং দানিলোকে রেখেই সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। নেইমারের পরিবর্তে নতুন কোনো ফরোয়ার্ডকে শুরুর একাদশে রাখেননি ব্রাজিল কোচ তিতে। মিডফিল্ডের শক্তি বাড়াতে ফ্রেডকে একাদশে রেখেছেন তিতে। রাইটব্যাক দানিলোর জায়গা নিয়েছেন সেন্টারব্যাক এডার মিলিটাও।

কাতারে বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে চার ফরোয়ার্ড নিয়ে শুরুর একাদশ সাজিয়েছিলেন তিতে। তবে নেইমার ইনজুরিতে পড়ায় সে কৌশল থেকে সরে এসেছেন তিতে। মিডের শক্তি বাড়াতে ফ্রেডকে রাখা হয়েছে কাসেমিরো এবং পাকেতার সঙ্গে। রাইটব্যাক দানিলোও সার্বিয়া ম্যাচে পড়েন চোটে।

তার জায়গায় প্রথাগত কোনো রাইটব্যাককে একাদশে রাখেননি ব্রাজিল কোচ। সেন্টারব্যাক মিলিটাওকে দিয়ে দানিলোর অভাব পূরণ করার পরিকল্পনা করেছেন তিনি।  

এক নজরে দেখে নিন ব্রাজিল এবং সুইজারল্যান্ডের একাদশ

ব্রাজিল (৪-৩-৩): আলিসন বেকার; এডার মিলিটাও, মার্কুইনোস, থিয়াগো সিলভা, আলেক্স সান্দ্রো; লুকাস পাকেতা, কাসেমিরো, ফ্রেড; রাফিনিয়া, রিচার্লিসন, ভিনিসিয়ুস জুনিয়র।

সুইজারল্যান্ড (৪-২-৩-১): ইয়ান সোমার; সিলভান উইল্ডমার, ম্যানুয়েল আকাঞ্জি, নিকো এলভেদি, রিকার্দো রদ্রিগেজ; রেমো ফ্রেউলার, গ্রানিত ঝাকা; ফাবিয়ান রেইডার, ডিবরিল স, রুবেন ভারগাস; ব্রেল এমবোলো।

news24bd.tv/সাব্বির