প্রথমার্ধে ব্রাজিলকে আটকে রাখল সুইজারল্যান্ড

প্রথমার্ধে ব্রাজিলকে আটকে রাখল সুইজারল্যান্ড

অনলাইন ডেস্ক

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধেও গোল পেল না ব্রাজিল। আজ সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে নেইমারের অভাব বেশ ভালোই টের পেয়েছে ব্রাজিল। দলটি সেভাবে আক্রমণে উঠতে পারেনি সুইসদের বিপক্ষে। গোলমুখে রাখতে পেরেছে মোটে দুটি শট।

তবে প্রতিপক্ষ গোলরক্ষকের প্রচেষ্টায় দুইবারই বেঁচে যায় সুইজারল্যান্ড।

প্রথম ম্যাচে সার্বিয়াও প্রথমার্ধে কোনো গোল করতে দেয়নি ব্রাজিলকে। তবে নেইমারের নেতৃত্বে দলটি মুহুর্মুহু আক্রমণ সাজিয়েছিল। আজ সেভাবে আক্রমণেও যেতে পারেনি সেলেসাওরা।

রাফিনিয়াই বলার মতো যা পারফর্ম করেছেন প্রথম হাফে। বিরতিতে যাওয়ার আগে অন-টার্গেটে রাখা ব্রাজিলের দুটি শটেই অবদান ছিল রাফিনিয়ার।

ম্যাচের ২৭তম মিনিটে সুইজারল্যান্ডের গোলমুখে প্রথম শট রাখে ব্রাজিল। ডান প্রান্ত থেকে রাফিনিয়ার ক্রস ভলিতে গোল করার চেষ্টা করেন ভিনিসিয়ুস। তার দুর্বল শট প্রতিহত করেন ইয়ান সোমার। ৩১তম রাফিনিয়া নিজেই নেন শট। তবে তার দূরপাল্লার শট জমা পড়ে সোমারের গ্লাভসে। ৩৭তম মিনিটে ডি বক্সে আবারও বল দেন রাফিনিয়া। এবার তার ক্রস সরাসরি জমা পড়ে সোমারের গ্লাভসে।

প্রতি আক্রমণে সুইজারল্যান্ড বেশ কয়েকবার চেষ্টা করেছিল ব্রাজিলের ডি বক্সে হানা দিতে। তবে থিয়াগো সিলভা, এডার মিলিটাওরা গোলরক্ষক আলিসন বেকার পর্যন্ত বল যেতে দেননি। সুইসরা তো গোলমুখে নিতে পারেনি কোনো শটই।

news24bd.tv/সাব্বির