শেষ ষোলোয় ব্রাজিল

শেষ ষোলোয় ব্রাজিল

অনলাইন ডেস্ক

এর আগে বিশ্বকাপে দুবার মুখোমুখি হলেও একবারও সুইজারল্যান্ডকে হারাতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু তৃতীয়বারে এসে ব্রাজিল ডিঙাল সুইস বাধা। ক্যাসেমিরোর একমাত্র গোলে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল। এর আগে শেষ ষোলো নিশ্চিত করে ফ্রান্স।

টানা দ্বিতীয় জয়ে এমন কৃতিত্ব অর্জন করল সেলেকাওরা।

সোমবার (২৮ নভেম্বর) সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে কোনো গোল পায়নি ব্রাজিল। দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে গোলটি করেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

সুইসদের বিপক্ষে এ ম্যাচে নেইমারের অভাবটা হাড়ে হাড়ে টের পেয়েছে ব্রাজিল।

পাঁচবারের চ্যাম্পিয়নরা সুইসদের বিপক্ষে প্রাধান্য বিস্তার করে খেললেও ৮৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে গোলের জন্য।

এদিন ব্রাজিল খেলতে নামে দুটি পরিবর্তন নিয়ে। ইনজুরিতে ছিটকে যাওয়া নেইমার ও দানিলোর জায়গায় ফ্রেড ও এডার মিলিতাকে নিয়ে নামে ব্রাজিল। আক্রমণ-প্রতি আক্রমণে ভরা প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো পক্ষই।

সেরা তারকা নেইমারের অনুপস্থিতিতে কোচ তিতে  সুইসদের বিপক্ষে শুরু করে ৪-৩-৩ ফর্মেশনে। সুইসদের বিপক্ষে একাদশে ফেরেন ফ্রেড। ক্যাসেমিরো ও লুকাস পাকুয়েতার সঙ্গে মধ্যমাঠ সামলান তিনি।

এই রকম আরও টপিক