প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবিএম আব্দুল্লাহর ফেসবুক আইডি হ্যাকড

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবিএম আব্দুল্লাহর ফেসবুক আইডি হ্যাকড

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, ইমিরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। হ্যাকাররা মঙ্গলবার রাতে আইডিটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় বলে জানা গেছে।

অধ্যাপক এবিএম আবদুল্লাহ নিউজ টোয়েন্টিফোরকে বলেন, 'আমি যে ডিভাইসটি ব্যবহার করছি সেই সেলফোন থেকে আমার ফেসবুক আইডিটিতে এখন আর প্রবেশ করতে পারছি না। সঠিক ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়েও আইডিটিতে প্রবেশ করা যাচ্ছে না।

' এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অধ্যাপক এবিএম আব্দুল্লাহর মেয়ে ডা. সাদিয়া সাবাহ বলেন, 'বাবার আইডিতে অনেক ফ্যান-ফলোয়ার রয়েছে। এই আইডিটি ব্যবহার করে হ্যাকাররা এখনো কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়ায়নি; তবে আমরা এমনটি আশঙ্কা করছি।

তিনি বলেন, সবাইকে অনুরোধ করবো, আব্বুর ফেসবুক আইডি থেকে এ ধরনের কোনো বিভ্রান্তিকার মেসেজ আসলেও যেন গুরুত্ব না দেওয়া হয়।

বিষয়টি আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফেসবুক কর্তৃপক্ষকেও জানিয়েছি।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) উপ-পুলিশ কমিশনার আ ফ ম আল কিবরিয়া নিউজ টোয়েন্টিফোরকে বলেন, ইতিমধ্যে আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। দেশের প্রথিতযশা একজন চিকিৎসকের ফেসবুক আইডিটি রিকভারি করার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রযুক্তিগত তৎপরতা চালানো হচ্ছে। '