আর্জেন্টিনার সমর্থনে ১ হাজার ফুট পতাকা র‌্যালি

সংগৃহীত ছবি

আর্জেন্টিনার সমর্থনে ১ হাজার ফুট পতাকা র‌্যালি

পিরোজপুর প্রতিনিধি

বিশ্বকাপ হচ্ছে হাজার মাইল দূরে মধ্য প্রাচ্যের দেশ কাতারে। তবে বিশ্বকাপে উন্মাদনার কমতি নেই বাংলাদেশে। প্রিয় দলকে সমর্থন দিতে ও প্রতিপক্ষ সমর্থকদের চাইতে নিজেকে এগিয়ে রাখতে অভিনব সব পন্থা বেছে নিচ্ছে সমর্থকরা। বানানো হচ্ছে বিশাল বড় সব পতাকা।

সেই পতাকা নিয়ে হচ্ছে র‌্যালি। কেউ কেউ প্রিয় দলের সমর্থনে পতাকার আদলে সাজাচ্ছেন নিজের বাড়ি।

পিরোজপুরের আর্জেন্টিনা ভক্তরাও করেছেন তেমনটিই। কাতার বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে পিরোজপুরের আর্জেন্টিনা ভক্ত ফুটবল প্রেমীরা এক হাজার ফুট লম্বা পতাকা নিয়ে আনন্দ মিছিল করেছেন।

সোমবার বিকেল ৪টায় ফুটবলপ্রেমী আজমল হুদা নিঝুম এর আয়োজনে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আর্জেন্টিনার এক হাজার ফুট পতাকা নিয়ে বিজয় মিছিল করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুটবল ভক্তরা। এসময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় চারদিক।

রাতে ব্রাজিলের খেলা থাকলেও টিম আর্জেন্টিনা কে শুভেচ্ছা জানানো এবং ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনা খেলাকে প্রত্যাশা করে মিছিলে আসা ফুটবল ভক্তরা। ফুটবল ভক্তরা মনে করেন আর্জেন্টিনার সাথে ব্রাজিল ও বিশ্বকাপ ফাইনালে যাক। স্মরণীয় হয়ে থাক কাতার বিশ্বকাপ।

ফুটবলপ্রেমী আজমল হুদা নিঝুম জানান, পিরোজপুরের মানুষ খেলা ফুটবলপ্রেমী। বিশ্বকাপ ফুটবল আসলেই আমরা উৎসবে মেতে উঠি। তাই এবারের বিশ্বকাপে সকলের প্রিয় আর্জেন্টিনা কে ভালোবেসে আমরা ফুটবলপ্রেমীরা এক হাজার ফুট লম্বা পতাকা নিয়ে আনন্দ শোভাযাত্রা করেছি। আশা করছি ফুটবল বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও ব্রাজিলের দেখা হবে। একটি জমকালো ফুটবল ফাইনাল দেখবে বিশ্ব।

কাতার বিশ্বকাপে এরইমধ্যে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত হয়েছে ব্রাজিলের। এখন অপেক্ষা আর্জেন্টিনার। বিশ্বকাপে শেষ ষোলোতে উঠার লড়াইয়ে আর্জেন্টিনা মাঠে নামবে আগামী পহেলা ডিসেম্বর রাত ১টায়। যেখানে মেসি-ডি মারিয়াদের প্রতিপক্ষ রবার্ট লেভান্ডোভস্কির পোল্যান্ড।

news24bd.tv/আমিরুল