সরকার চায় পার্বত্যাঞ্চলে আধুনিকতার ছোঁয়া লাগুক: মোস্তফা জব্বার

ফাইল ছবি

সরকার চায় পার্বত্যাঞ্চলে আধুনিকতার ছোঁয়া লাগুক: মোস্তফা জব্বার

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্যাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মদ মোস্তফা জব্বার। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ছাড়া কোনো সরকার পাহাড়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করেনি।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার পার্বত্যাঞ্চলের জনগোষ্ঠীর কথা ভাবেন। তাই এ অঞ্চলের ছেলে মেয়েরা যাতে ঘরে বসে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করেছেন।

সরকার চায় এ পাহাড়ে আধুনিকতার ছোঁয়া লাগুক। তাই তো তিনি বিদ্যালয় কলেজগুলোকে ডিজিটাল করণের লক্ষ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করছেন। সরকারের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পাহাড়ি-বাঙালী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে আয়োজিত ২৮টি পাড়াকেন্দ্রে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মদ মোস্তফা জব্বার এসব কথা বলেন।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে এতে গেস্ট অব অনার ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নূরুল আলম চৌধুরী, রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ও জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ উপস্থিত ছিলেন।

মোস্তফা জব্বার বলেন, শেখ হাসিনা সরকার পাহাড়ের মানুষকে খুবই ভালবাসেন। তাই সরকার সব উন্নয়নে পাহাড়কে বিশেষ বিবেচনায় রেখেছেন। শান্তি চুক্তির পর পাহাড়ে উন্নয়নের জোয়ার বয়ে গেছে। পাহাড়ি-বাঙালী ছেলে মেয়েরা এখন উল্লেখযোগ্যভাবে শিক্ষিত হচ্ছে।

news24bd.tv/FA