শান্তি নিকেতনের আদলে হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি

শান্তি নিকেতনের আদলে হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি

সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিতেই শান্তি নিকেতনের আদলে বিশাল ক্যাম্পাস নির্মাণ করা হবে। সেই ক্যাম্পাসে শিক্ষার্থীরা মুক্ত বুদ্ধি ও সংস্কৃতির চর্চা করতে পারবেন।  

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত শাহজাদপুর রবীন্দ্র কাছারি মিলনায়তনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজিত মতবিনিময় তিনি এসব কথা বলেন।  

এ সময় মন্ত্রী বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কাছারি বাড়ি শিক্ষা ও সংস্কৃতির চর্চার কেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারবেন।

 

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংবেদনশীতার অনুশীলনের প্রতি বিশেষ দৃষ্টি রেখেছে। আর বকুল তলায় মুক্তমঞ্চ প্রতিষ্ঠা করা হলে এটিই মুক্ত বুদ্ধি ও সংস্কৃতি চর্চার কেন্দ্রবিন্দু হতে পারে।