মালয়েশিয়ায় সরকারিভাবে কর্মী যাওয়া শুরু

সংগৃহীত ছবি

মালয়েশিয়ায় সরকারিভাবে কর্মী যাওয়া শুরু

নিজস্ব প্রতিবেদক

সরকারিভাবে কর্মী যাচ্ছে মালয়েশিয়ায়। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে ৩০ জন কর্মী নিয়ে ইউএস-বাংলার একটি ফ্লাইট কুয়ালালামপুরের উদ্দেশে শাহজালাল বিমানবন্দর ছাড়ে।

প্লান্টেশন সেক্টরে কাজের উদ্দেশ্যে এসব কর্মীদের পাঠাচ্ছে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল। ইতোমধ্যে ৮০০ কর্মীর চাহিদা এলেও প্রাথমিকভাবে অল্প সংখ্যক কর্মী তিন দফায় মালয়েশিয়ায় যাবে।

পর পর তিন দিন এই ফ্লাইটগুলো মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে।

‘স্পেশাল ওয়ান-অব রিক্রুটমেন্ট প্রজেক্ট’-এর আওতায় বাংলাদেশ থেকে বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে প্রায় ১০ হাজার কর্মী পাঠানোর বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়। ইতোমধ্যে ৬টি কোম্পানি থেকে ৮০০ কর্মীর চাহিদা পাওয়া গেছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক