বিজিবির পৃথক অভিযানে ৯১টি স্বর্ণের বার উদ্ধার
বিজিবির পৃথক অভিযানে ৯১টি স্বর্ণের বার উদ্ধার

সংগৃহীত ছবি

বিজিবির পৃথক অভিযানে ৯১টি স্বর্ণের বার উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে পৃথক অভিযানে ৯১টি স্বর্ণে বার উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে বিজিবি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে ৫৮ বিজিবির সিও লেঃ কর্নেল শাহীন আজাদ বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার যাদবপুর সীমান্ত থেকে ৮৫টি স্বর্ণের বার ও চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলা দর্শনা এলাকা থেকে ৬টি স্বর্ণের বারসহ আব্দুস সুকুর নামে এক চোরকারবারীকে আটক করে বিজিবি সদস্যরা।

উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ১১ কেজি ৭.৪০গ্রাম।  

news24bd.tv/আলী